পৃথিবীর যে নব দূরত্ব
মেঘ--মালার সীমাহীন পাহাড়
ধূলি বালি মেখে রাখি তোমার জন্য
একটা ভরা পূর্ণিমা।
তুমি চঞ্চল হতে চেয়ে ছেয়েছিলে
উদ্যান ভরা জোয়ারের মত
যদিও উদ্যানে বন্যা হলেও জোয়ার নেই
অথচ আমি তোমার জন্য এনেছি চড়ুই।
সীমাহীন রাতের আধার চিড়ে
যে রাস্তা এলো মেলো বেঁকে যায়
গোলাপের পাপড়ি তে সেখানে
মুঠো ভরা জ্যোৎস্না মেখেছি দু হাতে।
ব্যবিলনের আকাশে মেঘ নেই বলেই
যে কবি এঁকেছে বনভূমি
আমি শূন্যতা এঁকেছি সেখানে
কারণ শূন্যতার সার্বভৌম অর্থ-ই মেঘ"