বিবর্ণতায় আমায় যেন খুঁজে পাওনি
কত কাল ধরে অপেক্ষার প্রহর গুণে যাওয়া
চিড় ধরা মস্ত সম্পর্কটায় শুধু দীর্ঘশ্বাসের
যেখানে অবেলার রোদে থাকেনা উজ্জ্বলতা।
নিয়ত কৃত্রিম নিয়ন হলদে বাতির শহর গেড়ে
যে মিথ্যের মিছিল দাঁড় করিয়েছে নীল অবয়ব
সেখানে কেবল লেখা তোমারি কতক দিনলিপি
জমার খাতায় আঁকিবুঁকি হয়ে আমার পট ছবি।
অথচ কাল মরেই যেতাম রোড এক্সিডেন্টে
হয়তো রোজকার মত পত্রিকার পাতায় থাকতাম
তোমার নাক সিটকানো ভাব নিয়ে শুধু উল্টে দিতে পাতা
তারপর অভাব বোধ করতে করতে একদিন নিঃশেষ হতাম।
যেমন করে নিঃশেষ হয় প্রতিদিকার দীর্ঘশ্বাস
জমার খাতায় টান পড়ে বিরতিহীন টন টনে ব্যথা
কোমল উষ্ণতায় হঠাৎ ঢুকে পড়া অস্থিরতার মতই
বসন্ত তোমার মনের গলিতে এঁকে দিতো এক টুকরো বিষণ্ণতা।
তারপর, কোন অবেলায় আমায় ভুলে যেতে
কোন বিকেলে লতা বাহারি ফুলের কাছে মায়া হতে
ব্যস্ত সমেত সময়ের চোরা পথে ঢুকে পড়তে অন্য গলিতে
আমায় শেষ না দেখার আফসোস ভুলে, আমাকে ভুলে।