আমি,
সেই তারাদের একজন
পুরনো এক জন
গত কয়েক শতকে
কয়েক গুচ্ছ ফুল হাতে
কাটিয়েছি কয়েক শত বসন্ত।

রেখে দেয়া গোলাপ পাপড়ি গুলো
যখন শুকিয়ে মলিন হয়,
আমি রক্ত ঢেলে দেই,
প্রাণ ফিরে পায় ওরা,
রক্ত রাঙা গোলাপ পাপড়ি গুলো।

অথচ,
তোমার গোলাপ পছন্দ নয়,
আমার গন্ধ আমার স্পর্শ গুলোও নয়,
তবু প্রতীক্ষায় আমি,
সেই পুরনো তারাদের আমি,
নিজেকে ঢেলে দিয়ে
তোমার জন্য রাখি আক্ষেপ
রাখি মায়া, আদর আর ভীষণ প্রেম।

হ্যাঁ,
আমি সেই পুরনো তারাদের একজন
পৃথিবীর এক কোনে
ছাই হয়ে বসে আছি
একটা তুমি নামের দমকা বাতাসে
বিলীন হয়ে যাবো বলেই,
তবু দিয়ে যাবো সৌরভ,
টক টকে লালের রক্ত মাখা প্লাবন,
তোমার হাত খানি ছুঁয়ে
নিমেষেই শেষ হবো আলোহীন অন্ধকারে
তোমার একটা আলোর মিছিলের ছায়াতে।

তারারাও বিলীন হয় জানতো??