সে আসে ধীরে
নিঝ ঝুম অন্ধকারে
দূরে দাঁড়িয়ে হাত ছানিতে
মায়া কিনে বাঁধে ঘর বুকে।
চান্নি পসর রাইতে
শূন্য হাতে কোকিল হয়ে
বাজায় কেমন এ বাঁশি
ধরি রাখিতে না পারি আঁখি।
আমি তাহারে গোপনে
করিনু প্রার্থনা ঝপ যত
শোক মাতনে পায় যেন খুঁজে
অযত্ন আটকে যত তৃপ্তিরে।
আমার দুঃখ বিলাস ছুয়ে
সে আসে ধীরে, খুব নিরবে
মাথায় রেখে হাত ঠোঁট নেড়ে
শুষে নেয় যেন দুঃখ শত, সে নিজেরে ভুলে।