ডায়েরি
পৃষ্ঠা ১৪৭
২৭.০৮.২০১৩

ভাবহীন হৃদয়ের আত্মগ্লানি
বয়ে চলেছে হীমশীতলতায়,
বদ্ধ কুঠুরির এ দেয়ালে এঁকেছে
লোডশেডিংয়ের ঘন আধার।

শূন্য দৃষ্টির ধূসরতায়
পার হয়েছে তেরোটি বছর,
বিকালের আভায় আকাশের মত
গারদের গ্রিলেও মরিচা পড়েছে।

যে বুকের বাম-মানচিত্রে
ভালোবাসা একেছিলে একদিন
সেখানে পরাধীনতায় মানচিত্র মাতাল
তোমার আজ অবদি সময় হয়নি একবার।

তেরোটি বছর পরেও,
আমি বেশ সুখে আছি।
গরাদের পাগলেরা আজ আমায়
ভালোবাসা উপহার দেয় শান্তনায়
আমার অচেতন ভালোবাসার স্বরুপে
কোন এক প্রেমিকার স্বরণে।

বিশ্বাস কর,
আমি তাদের কিছুই বলিনি
বলিনি প্রেমিকা আমায় একদিন বলেছিলো,
আমি বদ্ধ উন্মাদ, মাতাল
আমি ভালোবাসতে জানিনে।
আমি কখনো তাদের বলিনি
আমার প্রেমিকার প্রাত্মন প্রেমিকেরা
আমায় বলেছিলো, আমি বেশ্যার প্রেমিক।

চলবে...
(পরবর্তী অংশ শুধুই স্রষ্টার)

[পাঠক এবং কবিবর, আমার ভাষার ব্যবহার ক্ষমা চোখে দেখবেন]