ঈশ্বর,
তুমি আমার পথ রোদ করে দিও
যে পথে পুষ্প মিলে, আলো মিলে
মিলে প্রীতি, মিলে ভালোবাসা
মিলে আদর, আড্ডা, উদযাপন"
তুমি আমার সেই পথ অন্ধ করে দিও ঈশ্বর,
যেখানে স্বজন মিলে, বন্ধু মিলে
যেখানে মিলে প্রিয় জন,
মিলে ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন
বাজ পাখির চোখের তীব্র তার মত মিলে সুখ।
শুধু আমাকে এটুকু দিও,
যে টুকু তে থাকে অন্ধকার,
বে গোরে জ্বরের উত্তাপ কিংবা বৃষ্টির পশলা
ক্ষুধার যন্ত্রনা টুকু ও দিও অস্থিরতার
যেখানে শোকের তরে মিলে চিৎকার, আর্তনাদ।
আমাকে শৈশব দিও
দিও মৃত ডাল ভেঙে ডাংগুলি খেলা
হারিকেনের আলোয় ঘরে ফেরা
দিও ময়লা ধুয়ে চোখে লাগা কাঁচের উত্তাপ
দিও বাস্তুহীন ঘরে না ফেরার একটা অসুখ