আগাছা"
দেশটায় ভরে গেছে আগাছা
জন্মেছে কিছু থানকুনি, লবণ-চা
কেউ করছে লুটপাট,
কেউ দিচ্ছে গুজব,
তাই নিয়ে মেতে আছে দেশটা।
বলি কি শুনি কি
করোনায় হয়েছে মহামারী
মান ছিনা নির্দেশ থাকছি না ঘরে
আজান শুনেও লোকে কত কথা বলে
কত শত লোক জন, কত শত আলোচনা
কি করলে হবে ভালো কেউ তা জানিনা।
চাকা বন্ধ, মিল বন্ধ
বাজারে লাগে আগুন দর দামে ব্যস্ত
যার আছে খরচ করে, ঘর ভরে চালে
পথে ঘাটে পড়ে আছে যে
তার কথা কে বলে?
শকুনের চোখ শুধু লাশে পড়ে
লুটে পুটে খায় ওরা সোনার এই দেশকে
লাখো কোটি বাজেটে
লাখ টন বাজি আকাশ ফুঁড়ে
আলোকিত রাত ডুবে মদ জুয়ার আসরে।
দেখে না শুনে না
বলে কি, না না করোনা তো কিছুনা
আছি মোরা বেশ
ডাক্তার নার্স
সাথে আছে রোগীর চিকিৎসা
ভালো হবে দেশ দশ, মহামারী কিছুনা
শক্তি কি কম মোদের, আছে মহা ক্ষমতা।
আছে নাকি মাস্ক আছে কি পিপিই
ঔষধ নেই, বাজেট নেই পকেট খালি
নব্বই হাজার ডাক্তারের জীবন বিলিয়ে
ওরে তোরা বেঁচে থাক
জনগণ পঁচে যাক,
লাশের কাতারে হোক ভোট
বিদেশের সাহায্যে রোগ মুক্তি হউক।
ওদের ও তো টাকা আছে
ব্যাংক করে লুটপাট
শেয়ার বাজারে ছিলো কোন কালো হাত
এত এত উজির তোরা
ধান চালে তোদের গোলা ভরা
খেয়ে দেয়ে ফুর্তি হোক তোদের
শব দেহ বলি হবে তোদের বিষে।