প্রিয় মায়াবতী,
যতটা তাড়াহুড়া তোমার
ততটা আমার নেই
কোথাও যাবার কোন তাড়া নেই
পথ নেই, শখ নেই, প্রেম নেই
সকল নেই এর মাঝে
আমি শুন্যে ফিরি।
বিস্তর রংগীন জীবনে
বহুগামী পথ তোমার
নদী পাহাড়ে ভরপুর
তবু তোমার যাওয়াটা কল্পনাতীত
তোমার ফেরার পথ শতকোটি
আমার পথ শুধুই কবর।
তোমার চাওয়া
ফুল, ফল, আকাশ-বাতাস, নদী
আমার চাওয়া স্থির
স্থির দাঁড়িয়ে চাঁদ দেখা
অমবস্যার রাত্রিতে জোসনা খোঁজা।
যতটা তাড়াহুড়া তোমার
ততটা আমার নেই,
আদলে আমার কিছুই নেই
অথচ
বিস্তর মায়া ভর্তি তোমার শরীর।