প্রিয়, সুহাসিনী !
প্রকৃতির মাধুর্যে গড়া লাবন্যময় মুখ
স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি তুমি, অদ্ভুত তোমার রূপ।
মহা প্লাবন, মধ্যাকর্ষণ, আর মহাবিশ্বে
তোমারই প্রেমের আলাপন।
নদী, ঝর্ণা, সাগর, পাহাড়-পবর্ত
সবই তোমার প্রতিক্ষায়
ক্ষুদ্র এ দেহে করছো বহন।
তুমি অমবস্যার কুচকুচে গাঢ় অন্ধকার
তুমিই রূপালী জোসনার বিস্তর পূর্ণিমা।
শতজনম অপেক্ষায় তুমি রাখ উচ্চ শির
তুমি প্রকৃতির গড়া শ্রেষ্ঠ প্রেমিক
রূপে করেছো স্বীকৃতি।
আমি ধন্য আমি পূণ্য তোমার ছায়াতে
আমি বিষ্ময় বালক, তোমার চোখের মধুতে।
তোমার অদ্ভুত প্রেমের প্রলোভনে,
আমি পুরুষ, আমিই মানব, তোমার আলিঙ্গনে।
বাতাসে দোল খাওয়া এলোচুলের সুঘ্রানে
তোমার দেহের ভাঁজে ভাঁজে
তৈরী শতশত প্রেমের উপখ্যানে
তোমার মিষ্টি হাসির পরশে,
আমি মহাবিশ্বের শ্রেষ্ঠ প্রেমিক।