আমার মৃত্যু নেই ঠিকই,
তবে তিলে তিলে মারতে পেরেছো তুমি।
আমায় যেদিন ছেড়ে চলে গেলে অন্ধকার এই গলিতে।
যেখানে হৃদপিন্ডের ধুকপুক শব্দের আসরে
আমায় উন্মাদ ঘোষণা করে দেয় ঘেন্নার আদালত।
তুমি ঘর সাজানোর ফাঁকে উঁকি মেরে দেখলে-বুঝতে পারতে, তোমার ঘরের কালচে দেওয়ালে একটা তুলির আঁচড় কেটেছিল রঙধনু ,
শুধু মনে রেখো তারও সাতখানা রঙ ছিল।