দিগন্ত কাকে বলে সমুদ্র জানে
তাই বুঝি তার এতো উচ্ছ্বাস
অতলে লুকিয়ে রাখতে পারে সব মান অভিমান
আমরা শুধু ঢেউ দেখতে পাই
আমরা পাড়ে দাঁড়িয়ে শুষে নেই তার চঞ্চলতা
গভীরের খবর পড়তে চেষ্টাও করিনা কেউ
আমিও তাই জানতে চাই দিগন্তের হদিস
সমুদ্রের মতো লুকিয়ে রাখার ক্ষমতা
ভয় লাগে ঝাওয়ের দোলায় বসে থাকতে
যদি আবার ভালোবেসে ফেলি কাউকে
যদি আবার বেঁচে উঠি ফিনিক্সের মতো
লুকিয়ে রাখতে পারবো কি মনের কথা?
সমুদ্র যেমন লুকিয়ে রেখেছে।