তারপর জোনাকির ঝকমকে আলো ধরে,
এগিয়ে যাই মৃত্যুর দিকে ধীরে ধীরে।
স্তব্ধ জৌলুসের উল্লাস বারবার বিকৃত কেন করবে আমার টিকে থাকা?
আমায় ঘেন্নায় রাখার থেকে,
আমার ব্যুৎপত্তির ইতিহাস নষ্ট করে দেওয়াই ভালো
এবং তা অতিসূক্ষ্ম ভাবে হয়েও চলেছে।
এভাবে পুড়িয়ে ফেলা যজ্ঞের শুধু আহূতি হতে হতে আমি ক্লান্ত।
দুর্বল? না কি আরও গুরুতর কিছু অভিযোগ আছে? ইচ্ছেমতো চাপিয়ে দিও যেভাবে চাপিয়ে দিয়ে এসেছো এতকাল।
আমি জোনাকির হাত ধরে এগিয়ে যাবো অনুভূতিহীন স্থানে,যেখানে মৃতের বাস ,
তাই সেখানে শান্তি থাকে চিরন্তন।