পাহাড়ের বুক চিরে নদী স্রোত প্রবাহিত হয়ে যায় প্রতিদিন। পাহাড় ঠায় দাঁড়িয়ে থাকে স্রোতের অপেক্ষায়।তবে,যে স্রোত বয়ে গেছে তা আর ফিরে আসে না। পাহাড়ের মাথায় সূর্য ওঠে , পাখিরা বাসা বাঁধে, অচেনা কোনও ফুল ফুটে ওঠে পাহাড়ের বুকে। তবুও প্রতি মুহূর্ত কাটে পাথর বুকে চেপে। যে নদী চলে গেল সে কতো শহর গড়বে, উচ্ছাসে ভাসিয়ে দেবে কতো শৈল্পিক কারবার, অবাধ্য হয়ে মিশে যাবে সাগরে। সূর্য,পাহাড়ের কানে কানে বলবে এই যে এতো ফুলের আয়োজন সবই তো বৃথা। পাহাড়ের তো বুকে পাথর ,তাই কষ্ট পাবে না বোধহয়।
কবিতাটি ৩৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৫/০৯/২০২৩, ২১:০৩ মি: