নয়ন কমলে চায়
অধর কাঁপিয়া যায়
বলিতে নারি কুসুম কানন
হারিয়াছ তব্ সব প্রান মন
চিবুকের হাঁসি কহে সব কথা
লুকায়ে না লুকে তব ব্যকুলতা
প্রিয় বিনা প্রান বাহির হইয়া যায়
সুখের লাগী সখার চরন
ধরিতে নারি হয়ে লাজ মন
কন্ঠে আকুলতা হৃদয়ে শ্বাস
কহিয়া শতকথা মেটেনি আশ
লাজের কাপড় গেল তখন সরে
সখা যে বড়ই নিঠুর হায়
বসিয়া থাকে হয়ে মৃৎ প্রায়
সুখের চেতনা বিলুপ তাহার
ভুলিয়া গিয়াছে নিদ্রা আহার
নয়নাভিরাম ক্লান্তি শুধু মনে
যত্নের বড় কৃপা হল হায়
মৃতের ও দেখো প্রান ফিরে পায়
ক্লান্তি কৃতি হইয়া দিল দেখা
সখা বুঝিল আর সে নেইকো একা
আপনি নিল কুসুম কে কাছে টানি