যুদ্ধে হেরে ফিরে চলি মাঠ ধরে
শরীরের ক্ষত পচে গেছে বহুক্ষণ আগে
তাও হেঁটে চলি ঝিঁঝিঁপোকার সাথে
বসন্তের প্রথম প্রহরে আক্রমণ করেছিল ওরা
সন্ধি স্থাপন হয়ে ওঠেনি কোনও দিনও
তবুও কি অদ্ভুত নেশায় কাছে টেনে নিয়েছিলাম
আঘাতে আঘাতে আমার বসন্তের বিকেলে
নেমে আসে মৃত্যুর শীতল ছায়া।
মৃত ভেবে ওরা ফেলে পালায় আমায়
একবার ঘুরে দেখলে বুঝতে পারতো
অস্ফুটে কিছু কথা বলতে চাই আমি,
যা ওরা শুনতে পায় নি।
আবারও লাঠিটায় ভর দিয়ে উঠে দাঁড়াই আমি
আমার পচাগলা শরীরের শেষ শক্তি নিয়ে
এগিয়ে যাই ধ্রুবতারার দিকে
চাঁদের এতো আলো আর সহ্য হয়না আমার
তাই ধ্রুবতারাই সম্বল।