হাজার বসন্ত শেষে দুর্বা ঘাসের গন্ধ মেখে,
শিশিরে স্নান করতে করতে,
ধ্রুবতারা দেখা রাতে,
তোমায় নিয়ে গল্প লিখতে বসবো গড়ের মাঠে।
আমার লালচে কালো নেশায় শুকিয়ে যাওয়া রক্তকণিকা দিয়ে লিখতে বসবো আমাদের কথা।
যতবার লেখা ভুল হবে ততবার বাড়বে রক্তক্ষরণ।
আমি যন্ত্রনা লোকাতে হাসতে থাকবো বহু যুগ ধরে।
আর তুমি খুঁজে যাবে এড়িয়ে যাওয়ার অজুহাত।
আবার জেগে উঠবে আগ্নেয়গিরির,
তোমার জন্য শিউলী ফুল খুঁজতে যাবো ইন্দ্রপ্রস্থ,
খোপা সাজিয়ে দেব নিজে হাতে।
শিশিরের মাঝে ভিজবো দুজন।
তুমি ধ্রুবতারার দিকে এগিয়ে যাবে, আর মাঠে পড়ে থাকবো আমি,
প্রাণহীন।