যেভাবে নিশুতি ডাকে
অতৃপ্তর শোকে
সেভাবে ডাকিনি আমি বহুদিন।
যেভাবে জননী কাঁদে
নষ্ট ভ্রূণ শোকে
সেভাবে কাঁদিনি আমি বহুদিন।
যেভাবে বাঁশিতে মজে কলংকিনীর মন
সে বাঁশির ডাক শুনিনি আমি বহুদিন।
নীহারিকার বিকিরণে পুষ্ট যে ছায়াপথ
তার মতো আলো দেখিনি আমি বহুদিন।
জিনিয়ার প্রেমে পাগল কোনো মৌমাছির মতো
অত ভালোবাসা পাইনি আমি কোনোদিন।
বহুদিন বাঁচিনি আমি
এবার বেঁচে যেতে দাও ,
একবার বলে দেখো "ভালো আছো?"
ঘাতক বেঁধেছে চোখ আত্মার সন্ধানে
অপেক্ষায় আছে বধ্য যুদ্ধ ভূমি
আমার লেখা,তোমায় দিলাম।