সুচেতনা,
পৃথিবীর এক গভীর অসুখ
ওজনের ডানা ছেটে খায় লোভীদের দল
সিরিয়ার বুকে চাষ হয় বারুদের
ধনীদের ডেরায় উত্থান ঘটে উদ্বাস্তুদের
আত্না বিকিয়ে শরীর খোজে আরেক শরীর
মহামারী ঘিরে উৎসব করে পঙ্গপাল

সুচেতনা,
আমরাই, আমরাই সে অসুখ
ক্রমে ক্রমে আমাদের’ই দিতে হবে প্রতিদান!

অনুকরন - জীবনানন্দ দাশের সুচেতনা