নীড়া,
তখন বয়স কতই বা হবে, এই ধরো আট-ন!
গায়েঁ, পশ্চিমের বাশ ঝাড়টা ঘেষে সবুজ ঘাষের ভেতর; অজস্র ভাট ফুলে শিশির জমে থাকত।
ঠিক যেন শত সহস্র তারা ফুটে আছে!
আরও দূরে, পুবের ইশকুলে সেদিন কি বৃষ্টি..
হঠাৎ কেউ একজন এসে ছাতাটা নিলে কেড়ে;
ভিজতে গিয়ে বুঝলেম বৃষ্টি কত সুন্দর!
আরও বছর পনেরো পর...
আমি খুজতে গিয়েছিলেম বৃষ্টি, ভাট ফুল..
ইশকুলটা বড় হয়েছে, বাশ ঝাড়টা খুজে পাইনি।
সেদিনের সেই বৃষ্টি, ভাট ফুল, বাশ ঝাড়, কোথায় যেন হারিয়ে গেছে..।
নীড়া;
জীবনানন্দ দা তোমাকে নিয়ে সেই কবে লিখে গেছে ইতিহাস,
হোক অর্ধেক সত্য, বাকিটা কল্পনা-
তবু হারিয়ে যেও না!
তোমার আড়ালে বেচে থাকুক বৃষ্টি, ভাট ফুল, বাশ ঝাড়..