ছনের চাল'ডা ছায়্যা নিছে দখলদার বাশ পাতায়..
চাল কুমড়ার টগবগে ডাটারা,
কাছে পাওয়া কঞ্চিতেই বসাইছে প্যাচ।
শ্যাষ আশ্রয়ডা কেইবা হারাবার চায়?
মাঝরাত্তিরে,
ছমিরনের ভুত আমজাদরে ডর দেহায়
বদনা রাইখা, কাছা মাইরা, কি এক দৌড়..
এত্তসব ঝনঝাটের ফাক গইলাও
দেখা দিছে চাঁদ
আহা চাঁদ, রুপোলী গাঙের চাঁদ।