একটি নতুন সাল,
নতুন বছর সে,
হৃদয়ে ঝড় তোলা একটি নাম।
পূর্ব দিগন্তের রক্তিম সূর্য,
গাইছে তোমার আগমনী দিনের গান।

রাতের আধাঁরে স্বপ্ন বিভোরে,
নিভে যাবে পূরাতন গত সাল।
হে আগমনী নতুন সাল...;
এসো তুমি ভোরের কুয়াশা ভেজা পা বাড়িয়ে।
এসো তুমি ভোরের সূর্য প্রদীপে আলো জ্বালাতে।
তুমি  আসবে বলে,
রূপসী বাংলা আজ নতুনের সাঁঝে সজ্জিত।
নতুন সূর্য নতুন প্রভাতে,
দেখা দিলো গ্রীস্মের সমারহের প্রান্তে।

হে আগমনী নতুন সাল...;
কবি গুরু কবিতায় লিখেছেন,
তোমারী আহবানী গান।
স্বরনে রেখেছিলো তোমাকে,
দিয়েছে নিরদ্বিধায় তোমাকে সম্মান।

এসো হে...,
বাংলার দ্বার প্রান্তে,
আগামীর নতুন স্বপ্নে;
তুমি নবাগত সাল।



[ সারথী, ♥ লেখা- ১১.১২.১৯৯৮ ]