"সংসার আমাদের"

সংসার হলো;
প্রতি'মুহূর্তের একটা অভ্যেস।
জীবন গল্পের হাতে-খড়ির পাঠশালা,
সংসার, প্রতিটি সম্পর্কের স্থায়ী ক্ষেত্র।
সংসার মানে একত্রে থাকা,
একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া।
মাঝরাতে ঘুম ভাঙ্গিয়ে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।
শীতের রাতে উষ্ণ গরম এক'কাপ কফি ভাগা
ভাগিতে দু'টি ঠোঁট।
সংসার মানে হলো নিজেদের গুরুত্বপূর্ণ দিনটি ভুলে গেলেও তা মানিয়ে নেওয়া।
অপছন্দ সত্ত্বেও পার্টনারের পছন্দ'কে কখনও কখনও প্রাধান্য দেওয়া।
পার্টনারের পছন্দের রং ও পোশাকের গুরুত্বের মূল্যায়ন করা।
বিছানায় বালিশ-কাঁথা ভাগাভাগি করে নেওয়া;
নিজেদের জড়িয়ে ধরে বলতে পারা,
আজ তোমার বুকে মাথা রেখে ঘুমতে চাই।

সংসার মানে হলো;
দায়িত্ব এবং দায়িত্ব পালনের সূচি'মানচিত্র।
নিজেদের ভুল বোঝাবুঝি গুলো'কে,
মাঝে মধ্যে সেলাই করে নেওয়া।
সংসার, মাসের হিসেব কষতে কষতে একটা দীর্ঘনিঃশ্বাস।
অতীতের ব্যর্থ ইতি'কথা প্রতিদিনের ঘ্যান-ঘ্যানানী।
অনেক ক্ষেত্রে সামর্থ্যের বাহিরেও পরিবারের চাহিদা'র আ'মরন চেষ্টা।
সংসার মানে নুনে ভরা খাবার,
হাসিমুখ দেখার আশায় কষ্ট হলেও খেয়ে নেওয়া।
অসুস্থ ও সেবার জায়গাটা কপালে হাত রেখে একসাথে দীর্ঘ জীবন বাঁচতে শেখা।
পার্টনারের অগোছালো সব'কিছু নিজের স্পর্শে গুছিয়ে তোলা।
দিনের ব্যস্ততার মধ্যেও অন্তত একবার,
ফোন করে জিজ্ঞেস করা "কি করছো"?

সংসার সে তো....!
প্রতি মুহূর্তে ভাঙা-গড়ার দৌড়-ঝাপ।
তবুও একে অপরকে মানিয়ে নেওয়া,
সমস্যায় পাশে থাকা, সাহস যোগানো।
সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার মাঝে....,
মান-অভিমান, রাগ-ক্ষোভ, দুঃখ-ব্যথা সবই থাকবে।
সংসার একে অপরকে সম্মান ও শ্রদ্ধার জায়গাটা স্থির করা;
সময়ে'ই তোমার ও আমার থেকে আমাদের হয়ে ওঠা!
সংসার মানে একে অপরকে বুঝতে শেখা;
কিন্তু, দিনের শেষে দু'জনার একটাই প্রতিজ্ঞা "সংসার আমাদের"।


[ সারথী ❤️ লেখা- ১৯.১২.২০২৪ ]