আবারও পিছে পড়া কিছু সময়ের মাঝে....
তোমাকে খুঁজে পাই।
যে দিন তুমি এসেছিলে গাড়ী করে
সকলকে মায়ার কপাট দিয়ে,
নতুন পাটাতনে পা রেখে ছিলে....
সেদিন তুমি অবস্থান ভেদে পরিত্যক্ত এবং নবাগত।
সময় ও দিন পরিবর্তনের মাঝে তুমিও নতুন,
পরিবেশে ও এ জীব সমাজের সাথে তুমি বেমানান,
অচেতন বুঝের মাঝে তুমি নতুনকে আলিঙ্গন করেছো।
দু'টি মতের ঐক্যতার মিলন ঘটাতে তুমি ও আমি অবনত;
সময়ের চলন্ত পথে বেশ কিছুটা পথ,
আমরা এক সাথে হেটে চলেছি, চলছি এবং আগামীও-----!
[ সারথী, ❤️ লেখা- ০৬.১০.২০২০ ]