ছোট্ট বড় অসুস্থতার মাঝে,
ইচ্ছে করে তোমায় কাছে পেতে।
খবর পেয়ে তুমি এলে,
এবং.... বসলে পাশে;
হাতের উপর হাত রেখে,
দু'চোখের পানি মুছে নিলে।
ফল বেদানা ছুলে,
মুখে তুলে দিলে;
সুজি পায়েশ রেঁধে,
শাসন করে খাওয়াতে।
সেদিন তোমার ভয়ে;
খাবার মাত্রা সীমানা যেত ছাড়িয়ে।
তোমার উরু নাভীমূলে,
আমার মাথা নোয়া'তেই;
কপাল উঠানে তোমার হাতের স্পর্শ মিলাতেই,
ভাসা ভাসা ঘুম গুলো চোখে জমা হত।
আমর শিহরণে বসে,
তোমার আঁখির গোলাপ জ্বলে ঘুম ভাঙ্গাতে;
তোমার সেবা শুশ্রূষার লোভে,
প্রতি বারি আমন্ত্রণ জানায় রোগ আরোগ্য'কে।
[ সারথী, ❤️ লেখা-১০.০৮.২০০৩]