আমার স্বপ্ন গুলো বুকের চাপায় আটকে গেছে,
আটকে গেছে শরীরের বাজো ডোরে।
বুকের মায়া যেখানে জন্ম নেয়,
সেখানেই আমার দুঃখ শুরু হয়।
আমি অপরিচিত এক অজানা ভাবনার মাঝে,
নিজেকে ভাবাতে শুরু করেছি;
তার পরেও ভালোবাসা এ বুকের কার্নিশে,
জমে আছে ঠিক বাম দিকে।
মাঝে মাঝে হাতের হাত ছানি,
চোখের মায়া চাও'নি তীর ছুড়ছে;
আবার বুক থেকে উজাড় করে বলছে,
আবারও... ভালোবাসি আমরা আমাদেরকে।
তবে ভালোবাসা স্থির নয়;
জীবন'গতি যেখানে থুবড়ে পড়ে,
ভালোবাসা সেখানেই থেমে যায়।
একটু হলেও ভালোবাসতে শুরু করলাম আবারও;
এ ভালোবাসার গল্প গাঁথুনি আমাদেরই,
আমাদের জন্য আমরাই ভালবাসবো।



[ সারথী ❤️ লেখা-০৭.০১.২০২৫ ]