তোমাকে বলতে চাই,
আমাকে নিয়ে,
যতো পারো বিদ্রুপ করো;
যতো পারো করো উপহাস।
কিন্তু না....,
আমার ভালোবাসাকে নিয়ে নয়।
আমার ভালোবাসা আমার গর্ব, অহংকার;
এ আমার পবিত্র ভালোবাসা।
তুমি অবহেলা কর'না।
ভেবনা আমাকে করুনার পাত্র,
আমার পবিত্র ভালোবাসার মর্যদা দিতে পারলে এসো,
আমি তোমাকে ফিরিয়ে দিবো না।
আমি ক্ষনিকের আনন্দ মুখর ভালোবাসা চাই না;
আমি সুন্দর পৃথিবীতে বাধিতে চাই,
ভালোবাসার ঘর।
আমি চাই এই পৃথিবীর মানুষের মাঝে,
অমলিন ইতিহাস হিসাবে;
চিরঞ্জীব হয়ে থাক আমার ভালোবাসা টুকু।
এই ইতিহাস থেকে শিক্ষা পেয়ে যাক,
যারা এই সুন্দর পৃথিবীতে ভালোবাসা নামক
ছোট্ট শব্দ টাকে অবহেলা করে।
তারা জেনে যাক.....।
যারা ভালোবাসাকে পায়ের নিচেতে ফেলে,
ক্ষুন্ন করতে চাই;
ভালোবাসার অঙ্গিকার,
আমি বলতে চাই।
[ সারথী, ♥ লেখা- ০৫.০৪.১৯৯৯ ]