ভালোবাসার ইচ্ছেঃ
অপরূপ চোখ দু'টির গাঢ় দৃষ্টি,
এবং অপার্থিব সুখ;
তাকে.... কখনো কখনো... বুঝিয়ে দেয়,
তার বা কারো'ই প্রেমটুকু মূল্যহীন নয়।
এর'ই মাঝে...
তবুও, প্রতিটি সত্তা অকল্পনীয় সুখ পান।
প্রত্যেকেই তাদের নিজস্বতার আবেদনকে,
সম্মুখ সমরহে প্রকাশে উৎসুক;
তবে সবসময় শব্দ মালায় ধন্যবাদ না দিয়ে,
জানিয়ে...দাও শুধু মিষ্টি হাসির আভাতে এবং নিঃশব্দে।
তা থেকেও ভালোবাসার অবস্থান নিশ্চিত হবে।

পুরুষ-নারীর দেবতুল্যতাঃ
পুরুষ ও স্ত্রী একে-অপর থেকে আমৃত্যু একটি জিনিসই চায়,
শুধু─প্রেমময় আশ্রয়।
নিজেদের মধ্যে নিজেকে অনুপ্রেরণার আলো খোঁজে।
পুরুষ এবং নারীর প্রেম উর্বরতা ও দেবতুল্যতায়;
প্রত্যেকে পজিটিভ আচরণে নিজেদের'কে আসস্থ কর,
এবং প্রত্যেকেই তার স্বস্তি হও।
বৈধতম ভালোবাসাকে একটু যত্ন ও গুরুত্ব পাওয়ার যোগ্যতায় রাখুন।
দেখবে সেখানেও পুরুষ-নারীর মাঝে,
দেবতুল্য শ্রদ্ধার পুষ্প কুঁড়ি ফুটবে।

নারী'কে বলছিঃ
নিজেকে নিজেদের পুরস্কার ভাবা থেকে বিরত থাকুন,
নিজেকে প্রতিষ্ঠিত না করি, নারী─আমি রূপবতী;
আমি দেহসৌষ্ঠবে অতুলনীয়া।
অতএব যে পুরুষ আমাকে পেলো,
সে বিশাল সৌলো পেয়েছে.....;
নিজেকে আপন পুরুষের 'ট্রফি' ভাবছো;
একটু ভাবুন....
তার এতোটা যোগ্যতা আছে বলেই.....।
হে নারী ওই আচরণে মত্ত....,
তোমার পুরুষ, সে থেকে'ই.....;
মানসিক ভাবে তীব্র আহত হয়, যা....।

পুরুষ'কে বলছিঃ
সম্মানের জায়গাতে নারী মায়ের জাতি,
অবহেলা আর তাছিল্লতার অবস্থানে দাঁড় করিও না।
নারী শুধু ঘরনী-রাধুনী নয়,
এ জাতীর বড় পরিচয় মানুষ তৈরির কারখানা।
তাদের ছোট আবদার গুলোকে বাহানা না ভেবে
উৎসাহ দাও,
পুরুষ তুমি... তাকে, সমাদর আর পূর্ণতা দাও..!
দেখবে সেখানেই ভালোবাসার মোড়ক উন্মোচিত হবে।
চুলের গন্ধে খুঁজে নাও বসন্তের ঘ্রান মাখা চায়ের চুমুক;
যন্ত্রের সিঁড়িতে দাঁড়িয়ে তাকে যত্নে করো,
পরিস্নাত একটি সুখী দাম্পত্যের পূর্বশর্ত হলো─ বন্ধুত্বতা।
সম্পর্কের পূর্ণতা দাও নিজেদের গ্রহে।

সম্পর্কের অসম্পূর্ণ পূর্ণতাঃ
বন্ধুতা যদিও তুচ্ছাতিতুচ্ছ আচরণেও প্রকাশ পায়:
তবে মিষ্টি কটাক্ষে বলুন─ ঐ কথাটা'ই.....!
যা পুরুষ-নারীর তীব্রতম প্রেম।
সম্পর্কের জটিল তুচ্ছাতিতুচ্ছ বিষয় গুলোই,
পুরুষকে নারীর প্রেমিক করে তোলে।
নিজেদের হৃদয়ে গল্প গাঁথুন,
স্বামী-স্ত্রী একে অন্যের পরিপূরক.. প্রতিদ্বন্দ্বী নয়।
নারীকে নদীর সাথে আর পুরুষ'কে প্রেমের মাঝে,
স্বপ্ন গুলো আগামীর মাঝে অবস্থান দাও।
হে মানব.... দেখবে সেদিন...,
সম্পর্কের অসম্পূর্ণ পূর্ণতা নিজেদের গ্রন্থে।


[ সারথী ❤️ লেখা- ২১.০৩.২০২৫]