এখন আষাঢ় মাস
বৃক্ষ রোপন কর
যত পারো ততো।
হবে অনেক বড়
ধরবে তাতে ফল
খাবো দলে দল।
হবে তাতে কাঁঠ
গড়বো তা থেকে খাঁট।
অর্থ সচ্ছল হবে
বৃক্ষ রোপন করিলে।
বৃক্ষ দেখাবে সুখের স্বপ্ন
দেশকে দিবে সবুজের অরন্য।
দেশকে বাঁচাতে বৃক্ষ ফলাব
পৃথিবী হবে সুন্দর্যের অরন্য।
এটাই হবে আমাদের প্রত্যাশা
বৃক্ষ রোপন কর
তাতেই হবে বড়।



[ সারথী,❤️ লেখা-০১.০৩.১৯৯৯]