এক যে ছিলো বুড়ি
বয়স তিন কুড়ি,  
চটি জোড়া পায়
পথ দিয়ে সে যায়।

গায়ে নেই গহনা
দূঃখ মোটে'ই তার হয় না,
পরে লাল শাড়ী
বেড়ায় বাড়ি বাড়ি।

বসতে দিলে পিড়ে
খেতে চাই সে চিড়ে,
যদি দাও মুড়ি
খুশী হবে বুড়ী।

যাচ্ছে সময় কেঁটে
বাকি জীবনের সমাপ্তি এভাবেই চাই সে।



[ সারথী, ❤️ লেখা- ২৫.০৫.২০০২ ]