মন চাই জগৎ টা কে দেখবার,
না'ই তো কিছু ভাববার।
সারা দিন ঘরে বসে,
সময় কাঁটা বার।
সময় যে কাঁটতে চাই না,
পড়া-শুনাই মন বসে না।
মন চাই বন্ধুদের সাথে খেলতে,
পারি না তো পালিয়ে যেতে।
ঘরে বসে কি করি যে,
মন নিয়ে একা একা লড়ি যে।
এই মনের যে কত কি বায়না,
মিটিয়ে শেষ তো করা যায় না।
মন কে যে কত করে বুঝায়,
অবুঝ মন তো কিছুই বুঝতে চাই না।
মনে মনে বলি যে কথা,
কাউকে না বলি সেথা।
মনে কে বলি,
তোমার অবস্থানে তুমিই প্রধান নেতা।
[ সারথী, ♥ লেখা- ০২.১২.১৯৯৮ ]