এক দুই তিন চার
এক'বিংশ শতাব্দী
আমাদের মাঝে আজ।

পাঁচ ছয় সাত আট
নতুন প্রজন্ম সেঝেঁছে
নতুন শতাব্দীর সাঁঝ।

নয় দশ এগারো বার
নতুন শতাব্দীর কাছে
আমরা নতুনত্বের প্রত্যাশা করবো।

তেরো চোদ্দ পনের ষোল
অতীত শতাব্দী'কে
শ্রদ্ধার সাথে স্বরন করব।

সতেরো আঠারো উনিশ বিশ
নতুন শতাব্দীর প্রান্তে এসে
এক হয়ে সকলে করি শপথ।

একুশ বাইশ তেইশ চব্বিশ
সন্ত্রাস মুক্ত সুস্থ সমাজ
আগামী প্রজন্মের বলিষ্ঠ নালিশ।

পচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ
সকল নেশা থেকে মুক্ত শতাব্দী
আমাদের হবে একত্র প্রত্যাশা।

উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ
আর সন্ত্রাস আর অরাজকতা নয়
নয় কোন নারী ধর্ষন।
আজকের ক্লান্ত বাংলায়
হোক না শুধুই শান্তির বর্ষন।

তেত্রিশ চৌত্রিশ পয়ত্রিশ ছত্রিশ
বোমা বাজি ফেলে সবাই
কলমের সন্ধানে ছুটবো বিদ্যালয়।

সাইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ
বাবা মায়ের আশীর্বাদের
গোড়বো জীবন নিজের করে।
নীতি আর ন্যায়ের সাথে
চলবো সবাই দ্বীনের পথে।

একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ
দেশের স্বার্থে করবো কাজ
প্রান দিতে না'হি কোন আপসোস।

পয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ
হরতাল চাই না, চাই জীবন
এ সমাজে থাকবেনা কোন নিরক্ষর মানব।

উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন
বিংশ শতাব্দীর বিদায়ের আন্তে
পেলাম মোরা একবিংশ শতাব্দীকে।

তিপ্পান্ন চোয়ানো পঞ্চান্ন ছাপ্পান্ন
পৃথিবী চেয়ে আছে আজ
যুব সমাজের মুক্তির দিকে।

সাতান্ন আটান্ন উনষাট ষাট
শপথ নিব সুন্দর গড়বো এ দেশ
এটাই হবে আমাদের লক্ষ উদ্দেশ্য।



[সারথী, ❤️ লেখা ২৭.০৩.২০০০]