অন্ধকার রাত।
বইছে মৃদুমন্দ হাওয়া,
বিশাল আকাশে দু-একটা তারার আনাগুনা;
কালো মেঘের আবেশে চাঁদ ঢেকে গেছে।
নীলিমার চাঁদের কোন আনাগুনা,
ভূ-খন্ডের চোখে পড়ে না।

রাত অর্ধাংশ হবে প্রায়,
কনক্রিটের শহর আল্ত চোখে ঘুমিয়ে পড়েছে।
আমার দেয়াল শূন্য ঘরের পূর্বের জানালা খোলা,
পর্দাটা উড়ে উড়ে বাতাস আর সে খেলায় মেতেছে।

সারথী’র ছবি টেবিল স্টান্ডে রাখা।
মেয়েটির ময়াবি চোখের দিকে,
অন্ধকারে আমার নজর পড়লো।
আল্পনায় আঁকা লজ্জা বুনত মুখ,
স্বরর্ন করে দেয় অতীত স্মৃতিকে।

হতাশা গ্রস্থ,অন্ধকারের মাঝে;
আমি, এ্যাষ্ট্রে'কে স্বরন করছি।
টেবিল ল্যাম্পটা নির্ভীয়ে দিয়েছি অনেক আগেই।
প্রদীপহীন শিখার রাতে,
পর্দাটা আল্ত ভাবে উঠিয়ে;
আকাশের দিকে, চেয়ে আছি আমি।

আমি......!
অন্ধকার আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর
তোমাকে খুঁজছি.....।
আবেগ প্রবল অপেক্ষামান এই রাত;
অন্ধকার এ-ই রাতে।
হৃদয়ে লালন করা রোমাঞ্চকর কবিতা টুকু,
তোমাকে শোনাবার জন্য;
অন্ধকারের আলোতে......!
আমার হৃদয় পৃথিবী অন্ধকারে ডুবে আছে।




[ সারথী,❤️ লেখা- ১৪.০৮.১৯৯৯ ]