অবস্থান, দৈনতা আর দৈর্বৃত্ততা এ'সবই,
সমাজ গহ্বরে নিজেদের পরিচিতিতে ব্যাস্ত।
সমাজে মগজ ধোলায়ের দল, এ কলকাঁঠি নাড়ছে;
সংস্কারের উজ্জীবিত জাগরণী জনতার...,
স্বপ্ন গুলো ধু'মরো জালে আঁটকে গেছে।
কিছু অচেতন জাতিকে নিয়ে স্বার্থ লোভী বিবেক;
সাধারণ মানুষের প্রত্যাশার মস্তিষ্কের মাঝে খেলছে।
এ জনতা.. সংস্কার রাষ্ট্রের স্বাধীন ইচ্ছে গুলো,
জাগ্রত হবে প্রত্যয়ে বুক বেঁধেছিল।
আজ,
কোন পথে হাঁটছে সমাজ এবং হাঁটছি আমরা?



[ সারথী ❤️ লেখা-১২.১১.২০২৪]