আমাদের এখন যৌবন কাল,
যৌবনের ঢেঁউ তাড়া করে
আমাদের নরম হৃদয়ে,
বাসা বাঁধতে চাই ;
অচেনা কোন অস্পরী'র।
দেখি চোখের সামনে রঙ্গীন প্রজাপতি,
প্রজাপতিকে ধরার জন্য ছুটি অচিন-পুরী
প্রজাপতি পিছু পা হাঁটে'না।
তবুও,
বাড়ন্ত রক্ত যৌবনকে উৎফুল্ল করে তোলে,
সাগরের স্রোতের মত বান ডাকে;
আমাদের হৃদয় মাঝে।
এই স্বপ্নের অস্পরীকে ধরতে গিয়ে,
অনেক ক্ষেত্রে জীবনের ব্যর্থতা ডেকে আনি।
স্বপ্নময়ী অস্পরীকে পাবার আশা'ই,
আমরা জলাতঙ্ক পশুর মত ছুঁটতে থাকি।
হয়তো একদিন এই যৌবনের কৌতুহল নিস্তব্ধ বাঁধে আঁটকা পড়বে;
সে দিন আমরা অনেকেই নিরাশা, হতাশার মধ্যে বেঁচে থাকবো।
কেউ গাছের শুকনো পাতার মত ঝরে পড়ে সকলের মাঝে থেকে।
কেউ স্মৃতিকে বুকের মাঝে লালান করে,
বেঁচে থাকতে চাইবে অনন্ত কাল ধরে।
একদিন যৌবন আর ভূল বুঝা-বুঝির অবসান ঘটবে।
সেদিন হয়তো নিজের জন্য থাকবে সাফলতা আর হতাশা।
[ সারথী, ♥ লেখা- ০৩.০৪.১৯৯৮ ]