আমি সেই মেয়েকে আলিঙ্গন করছি;
যে কিনা আমার হৃদয় মাঝে লুকায়িত।
যার রং ছিলো স্বপ্নের মত,
যার রূপ ছিলো স্বর্গের মত;
যার সব কিছুর মধ্যে আমার কৌতুহল;
আমি সেই মেয়েকে আলিঙ্গন করছি।
আমি তাকে পেতে চাই,
খুঁজে পেতে চাই আমার সম্মুখ সমরহে।
আমি ভোর প্রভাতে তাকে নিয়ে স্বপ্ন দেখতে চাই,
ভাবতে চাই তাকে নিয়ে শেষ বেলাতেও ;
কল্পনায় রাখতে চাই সারাক্ষণ আমারী পাশে।
আমি তাকে আলিঙ্গন করতে চাই।
যার চোখে ছিলো মায়া পূরীর অশ্রু,
যার কন্ঠোতে প্রতিবাদী কন্ঠের ঝড়,
যার বুকে ছিলো দূঃখ হনন করা আশ্রয় স্থান;
যার ঠোঁট দুটি ছিলো ইশারার প্রতিধ্বনী,
যার হৃদয়ে ছিলো ভালোবাসার কৌতুহল।
আমি সেই মেয়েকে আলিঙ্গন করছি।
যে চোখের ইশারায় আমার বুঝাতে চেয়ে ছিলো,
তার হৃদয়ের পাগলামীময় ভালোবাসার কথা;
শুনাতে চেয়েছিল ভালোবাসার কবিতা।
যার হৃদয় মাঝে আমায় নিয়ে কত কথার জাল বুনোনী;
আমি তাকে আলিঙ্গন করছি,
আমি তাকে ফিরে পেতে চাই।
[ সারথী, ♥ লেখা- ০৪.০৭.১৯৯৯ ]