সমাজ ও সমাজের মুখোশ,
আজ বহমান বহুরূপী রূপের তটে;
গণতন্ত্র হয়েছে অনৈতিক তন্ত্র তন্ময়।
শিক্ষা ও দ্বীনি'আলো অযোগ্যদের পা চাটছে;
মনুষ্যবিবেক নিজেই নিজের মর্যাদাকে ভুলতে বসেছে।
এ সমাজ ভাসছে আক্রোশ আর প্রতিহিংসায়।
আজ, প্রতিহিংসার সুগন্ধি সমাজ গহ্বরে।

নৃশংস এ সমাজ মাঝে আজ ও এখন,
নানাবিধ ঐতিহাসিক মিছিলে মিছিলে একাকার।
শ্লোগানে মুখরিত শান্ত সেই রাজ পথটিও;
অগোছালো শব্দ গুলো আজ শ্লোগানের বলি।
নিরিহ প্রানের দা'বীর মুখে,
জনগণের অর্থে পালিত হাতিয়ার আজ;
জন'বিরোধী হিংস্র হায়েনা।
মাঝে মধ্যে গোলাবারুদের দখলে রাজপথ;
রক্ত আর লাশের গন্ধ;
লাশ'বাহি গাড়ীতে বাবার কাফন মোড়ানো শরীর,
অবুঝ শিশুটি বুঝে ওঠার আগেই পেল এতিমের স্বীকৃতি।
স্ত্রীর অপেক্ষা দিনশেষে সন্ধ্যায়,
ভালোবাসা এবং নির্ভরতার আশ্বাস দরজায় করা নাড়বে!
সন্তানের নিথর ঘুমিয়ে থাকা শরীরের উপর,
বাবা-মায়ের চোখের লবণাক্ত জল।
এর পরেও মুখোশে ঢাকা এ সমাজ খোঁজে;
কারফিউ আর দখল দায়িত্বের নিয়ন্ত্রণ।

নাগরিকের দায়িত্বের কাছে নাগরিক আজ অলস;
সত্য এবং ন্যায়, নোংরা সমাজের তো পে পিষ্ট।
নীতি নৈতিকতার গায়ে বারো মাসের জ্বর;
তারা চোখে ঘুমটা টেনে অন্যায় কে পোষ মানাতে ব্যাস্ত।
প্রতি মুহূর্তে সমাজ'কে নবায়ন করছে,
তিরস্কৃত স্বার্থ লোভী সমাজ ও জাতি।
অন্ধ চোখে তাকিয়ে দেখা সমাজ,
আজ, কি দিচ্ছে এ জাতিকে ?
এবং কি রেখে যাচ্ছি আগামীর জন্য!
প্রশ্ন নিজের ও তোমার কাছে ?  
জানি... আমি'ও সমাজের মুখোশে বন্দী।



[সারথী ❤️ লেখা-০১.০৮.২০২৪ ]