দুঃখ করোনা ভাই
কে দিবে তোমায় ঠাঁই,
পৃথিবীতে কেউ কারও আপন নয়।
সবাই যখন পর হয়,
একে অন্য জনকে মানুষ হিসাবে,
প্রয়োজন ভেদে সবাই তখন ভুলে যায়।
পৃথিবীর নিয়ম যদি এটাই হয়,
মানুষ হতে তো সবাই চাই
কেউ চাই ব্যারিস্টার, কেউ বা ইঞ্জিনিয়ার, কারও ইচ্ছে ডাক্তার।
কিন্তু কেউ হতে পারে কেউ পারে না,
এর কারন কি কারও জানা আছে ভাই?
চেষ্টা তো সবার মাঝেয় আশাতীত অবস্থান নেয়,
মানুষ যদি..ও, সবাই এক হয়,
সবাই পারবে না কেন ভাই!
এ কথাটা তো সমাজের অজানা নয়।
মানুষের দুঃখ শুধু
মানুষের মাঝে, ও মনে সৃষ্টি হয়।
এই দুঃখকে দুরে ঠেলে
জীবনের সফলতার দারে,
দুঃখকে আঁড়াল করে
জীবন সমাপ্তিতে ও প্রতিয়মান।
[ সারথী, ♥ লেখা- ১৫.০৯.১৯৯৭ ]