শহরবাসী ওঠো ডাকাত এসেছে ডাকাত
রাতের কালো পথে ডাকাত এসেছে
দিনে ডাকাত রাতে ডাকাত
অন্ধকারে ডাকাত আলোই ডাকাত
শহরের গলিতে গলিতে ডাকাত
অন্ধ ঘরে ডাকাত
এখন গ্রামে ও শহরে ডাকাত।

বৈষম্য বিমোচক দেশে
আজ ডাকাতের অভয়ারণ্যে
মানুষের আড়ালে মানুষ ডাকাত
নৈতিকতা আর বিবেক ডাকাত
জনতার সম্পদ লুট'এ ডাকাত
রাষ্ট্রের মালিকানা'তে ডাকাত
ডাকাত এসেছে শহরে ডাকাত।

রাতের আলোই খুঁজছি ডাকাত
গলির ফাঁদে থাকছি লুকিয়ে
ছাত্র-জনতা এবং বৃদ্ধ-বনিতা
ঘুম রেখেছি বাদামের খোসায়
হাঁটছি সবাই পিজের রাস্তায়
ডাকাত খুঁজছি ডাকাত
শহরে শহরে ডাকাত।



[ সারথী ❤️ লেখা-১২.০৮.২০২৪ ]