বহুদিন পর...,
একটি মাত্র দিনের কথা।
অন্তমিত আলোর ছায়া-ছাওয়া,
সন্ধ্যাবেলা তোমাকে ছেড়ে যায়।

সন্ধ্যা হলে ভালোলাগে না বাড়ি,
নিজেকে কেবল মনে হয়;
অন্তহীন তৃষ্ণার্ত পথিক।

বলছো কারা বিকেল শেষে হাটে,
আমি কিন্ত ঘুরে আসবো হওয়া;
ব্যক্তিগত কোন নদীর সন্ধানে।

পরাক্রান্ত এ তথ্য তুমিও জানো,
জল ভাসা বিরল মানুষ আমি;
আমার পিপাসার কোন বাতিঘর নেই।

আমি নামের মহে চোখ বাঁধা কাঁনা-মাছি;
তবুও....!
এখন ও.... তোমার সন্ধান করি,
আমরন বৈসাবী উৎসবে।



[ সারথী, ❤️ লেখা- ০৯.০৭.২০০২]