প্রতিমার মত সকল দেবীকে মনে হয় চিনি,
তারা একই অস্তিত্বে আবির্ভূত;
তাদের স্বার্থ স্পর্শতা ও অনুভূতি একই ভাবে প্রকাশ পাই।
তবে, সে কি জানে প্রেমের মন্ত্র?
জানে...!
পিপাশ্বার্থ ভ্রন....,
শীতার্ত শ্রম.....;
মুখ ও মুখোমুখি কোন সত্তা;
হয়তো জানেনা....।

আমিও আজ ভূলে গেছি;
কল্পনায় অচেনা অচেতন পাঁটাতনে পা রেখে।
ঐ মুহূর্তে আমিও...,
বুঝতে পারিনী জীবন্ত মমী হতে এসেছি;
হয়তো তারাও....।
আজ যারা....,
আভায়হীন স্বপ্নের মাঝে প্রেমের মন্ত্র শেখায়।

আমি সেই.....,
দেবীদের'কে বলি....;
তাদের অনুভূতি গুলোকে আবেগময়
মাটি চাপা না দিতে।
তাদের স্বার্থ ও স্পর্শতাকে নিজের প্রয়োজনে,
খোলা বাজারের পন্য বিলাসী না হতে।
কারন....,
তাদের গহবরের মাঝে'ও পবিত্র রেনু থাকে।
তাকে সঠিক ভাবে জন্ম দিতে হবে,
তা'না হলে তাদের.....;
জন্ম হবে নির্দিষ্ট পিতা'হীন
কোন এক নরদমার মাতৃ'ভূমি গর্ভে।


[ সারথী ❤️ লেখা- ১৭.০৬.২০০৬ ]