মুসলিম, ইহুদি ও খ্রিস্টান এই তিন প্রধান ধর্মের পবিত্র ভূমি;
ইসরাইল ও ফিলিস্তিনের সংঘাত চলছে আজও।
আজও এ নরপিসাচ,
নিচ্ছে কত-শত নিষ্পাপ শিশু জীবন;
আজও তারা শুনছে'না কারও আকুতি! আন্তঃনাক্ষত্রিক আলো নেই নরপিশাচের হৃদয়ে।
তাদের শরীরে পেত্তার অবস্থান বিরাজমান,
ইহুদির ঘরে নবজাতকের জন্ম হয়.. কি...?
তাহলে কি তাদের মনে বাবার মায়া চাঁদ মুখখানি বাঁধা.... হয় না ?
জাগ্রত হয় না এদের বিবেক.. আফসোস এদের জন!
আজ এ কেমন পরিসমাপ্তি এদের মাঝে বিরাজমান।
ইহুদী নারী ড্যানিয়ালের খোলা চিঠি পড়েও কি? হামাসের প্রতি কৃতজ্ঞতার সহনশীলতা হুকি দেয়না!
হতে পারে না ভালোবাসা আর মানবতাবাদী হামাসের....জন্য।
ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের সংঘাত ইতিমধ্যেই বৈশ্বিক রাজনীতির গুরুত্বপূর্ণ বুলী হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘসহ বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো,
আজ নারী ও শিশুসহ বেসমারিক মানুষের জীবনের নিরাপত্তা দিতে দাবি তুললেও পরিবর্তনে ব্যার্থ।
এ সংঘাত ও যুদ্ধের দৃষ্টিভঙ্গি থেকে... একটি স্বতন্ত্র, পৃথিবীর মানবিক মানচিত্রের প্রত্যাশা ।
[ সারথী, ❤️ লেখা- ২৫.১২.২০০২ ]