রং ও তুলি পছন্দের একটা জায়গা।
তার ভালোবাসা থেকে বের হতে পারিনি আজও,
তবুও অতিথি অতীত প্রতিটি মুহূর্তে,
আমার মাঝে আমাদের হয়ে ওঠে;
রং তুলি তার গল্প মাঝে আসতে যেতে,
বা'রং বার'ই আমার বুকে আঁচড় কেটে যায়।
নানান রং'র মাঝে কালো রং'র সেদিনের ঐ ছাপ'টা;
মনের চরা ভূমিতে মাঝে মধ্যে স্পষ্ট হয়ে ওঠে,
চেতন করে অতীত আর বর্তমান'কে;
ভোরের অঘোষিত কাঁক ডাকা মুহূর্তের মত।
বিস্তৃত মনের রং তুলির স্বপ্ন শহর থেকে,
রং ঝরানো পাখা একদিন বিদায় নিবে;
বিদায় নিবে পৃথিবী গণ্ডির রং প্রেমী আত্মা থেকে,
এবং..
আমার ও আমাদের মাঝে থেকেও।


[সারথী ❤️ লেখা-৩১.০১.২০২৫]