জীবনের যৌবন,
আর.... আমি....।
তাকে লক্ষ্য করে,
পতঙ্গের মতো যায়;
গভীরের অন্ত ঘাতে।
ওখানে আলো নিশাচর।
তবে.... সেখানে;
পুরুষের জিহ্বার শ্লেষ্মা,
আর নারী শিল্প থাকে;
এবং.... শুধু সুন্দরের মধ্যে থেকে।
আমার দৃষ্টি ডুবে যায়;
মানব সত্তার ভিতর....।
সেখানে...,
শিল্প সুন্দর এবং.... যৌবন,
নারী ও নরের মাঝে।
[সারথী, ❤️ লেখা- ১৫.০১.২০০৩]