তোমার স্মৃতিতে মগ্ন আমি।
শুধু তোমারী মলিন,
স্মৃতিপট স্বপ্ন আর কল্পনার মাঝে।

হৃদয় পুঞ্জীভূত,
অব্যক্ত বেদনার তরটিনী;
জীবনের শেষ বেলাতে,
হৃদয়ের মধ্যখানে এঁকেছি তোমাকে।

প্রয়োজন সাপেক্ষে, জীবন সংগ্রামে;
ক্ষত-বিক্ষত বিদগ্ধ হৃদয়ে,
অশ্রু সিক্ত বেদনায়,
ভালোবাসার নিমিত্তে, স্মৃতির গভীরে
সযত্নে রেখেছি শুধু তোমার'ই ছবি।

আমার বলিষ্ঠ কণ্ঠে শুধু ভালোবাসার উচ্ছ্বাস,
উচ্চারণ করেছি মাত্র;
ভালোবাসি, ভালোবাসি।

আমার এই বলিষ্ঠ কণ্ঠের উচ্চারিত শব্দ টুকু,
আজ চাপা পড়ে গেছে,
আমার মানব কঙ্কালের হৃদয় মাঝে।

এই শব্দ টুকু ক্যানসারের মত কুঁড়ে খাচ্ছে,
আমার হৃদয়টাকে।

হয়তো বা কখনও তোমার সম্মুখ সমারহে,
আর প্রকাশিত হবে না;
আমার হৃদয় মাঝে লুকিয়ে থাকা শব্দ'টা;
আমারী মুখ থেকে।

তাই তোমার ছবি'টাকে;
আমার কল্পনার ফ্রেমে বাঁধিয়ে,
এই জীবন সংসারে আমার অবস্থানরত,
শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমাকে বলতে চাই;
ভালোবাসি শুধু তোমাকে।



[ সারথী, ♥ লেখা-২৫.০৩.১৯৯৯ ]