এ মাস স্বাধীন বাংলার মানুষের মুক্তির মাস।
এ মাস বাংলার স্বাধিকারের এবং,
এ বাংলার মানুষের বুক ফুলিয়ে কথা বলার মাস।
এ মাস বাংলা মায়ের গর্ভে নয় মাস ঘুমিয়ে থাকা বিদ্রোহী সন্তানের মাস।
এ মাস মায়ের বুকে জমাট বাঁধা বেদনার এবং..
চোখের এক ফোঁটা পানির বিনিময়ে অর্জিত মাস।
এ মাস বাংলার ত্রিশ লক্ষ শহিদের ও....,
তিন লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত মাস।
এ মাস টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষের মুক্তির মাস।
এ মাস একটি লাল সবুজ পতাকা ছিনিয়ে আনার মাস।
এ মাস বধুর আলতা, কৃষকের ঘাম, বাবার ভাঙ্গা চশমা, মায়ের আঁচল, শিক্ষকের কলম, ছাত্রের মৃত্যুঞ্জয়ী শপথ।
এ মাস বাংলার মানুষের শৌরাচার শাসক থেকে মুক্তির মাস।
এ মাস স্বাধীনতার লাল সূর্যের আলোই প্রকাশিত মায়ের খুশি মুখ।
এ মাস পরিবর্তনশীল সাংবিধানিক এবং নতুন গণতান্ত্রিক,
একটি জাতিরাষ্ট্র মুক্ত প্রকাশের স্বাধীন নাম।
[ সারথী, ❤️ লেখা-২৫.০২.১৯৯৯ ]