আমাকে প্রভূ তুমি কর নদীর স্রোতের ন্যায় বেগবান,
জ্ঞান অর্জনে যেন হতে পারি পূর্ণবান।
জীবন সংগ্রামে প্রভূ দিও না অবসাদ, অলসতা,
ধনী-গরীব সকলের জন্য নিজেকে তৈরীতে উদার ও মমতার।

আমাকে প্রভূ তুমি কর বিস্তৃর্ন চাঁদের মতন,
সকলকে যেনো অন্ধকারে আলো দিয়ে করিতে পারি যতন।
আমাকে প্রভূ তুমি কর তোমার নেয়ামত ময় সূর্যের মতন,
সকলকে যেনো দিতে পারি দিন-রাত্রী-ভোর আর তাপের আবরন।

আমাকে প্রভূ কর তুমি বিশাল বৃক্ষরাজী,
আমারী ছেয়ার আঁচল তলে যেনো সবায়কে দেই আশ্রয়।
আমাকে প্রভূ কর তুমি শষ্য-শ্যামল অরন্য,
সকলের যেনো মেটাতে পারি পেটের ক্ষুধার অন্য।

আমাকে প্রভূ তুমি কর বিশাল এভারেস্ট-শ্রঙ্গ,
দেশকে যেনো দিতে পারি অপুরুপ সৌন্দর্য।
আমাকে প্রভূ তুমি কর হাতেম-তাই,
সবার পাশে যেন দাঁড়াতে পারি এটাই আমি চাই।
আমাকে প্রভূ তুমি কর মহা-সাগরের মত বিশাল,
পৃথিবী পৃষ্ঠের নোংরাত্ব থেকে করাতে পারি পূর্ণ স্নান।

আমার হৃদয় মাঝে প্রভূ গড়ে তোল স্নেহ রাশি।
তোমারী আদর্শে যেনো সকলকে ভালোবাসি।
সর্বশেষ তোমার কাছে করি নিবেদন,
আমার তুমি দাও প্রভূ পূর্ণ  ঈমান।



[ সারথী, ♥ লেখা- ২৫.১১.১৯৯৮ ]