শরীরের অর্ধেক বাহিরে,
আর বাকি অংশ খাটের কিছুতে অবস্থান মিলেছে।
নির্দিষ্ট পরিমান জায়গার দখল কখনও নিতে পারিনি,
হয়'তো বর্তমান ও ভবিষ্যতের সম্ভাবনা কতটুকু তা অনিশ্চিত;
আর অতীত সে'তো সময়ের কাছেই গত।
ব্যক্তি-জীবন তা অনাগত ইতিহাসের জন্ম মাত্র;
জন'চরা ভূমিতে অনির্দিষ্ট সূচিকর্মের অংশগ্রহণ।
শরীর এবং মনের গল্প'কথা কখনও স্থির নয়;
মায়ার কাঁচ'ঘরে সংরক্ষিত জীবন একদিন হারিয়ে যাবে।
রক্ত ও সম্পর্কের বন্ধন নিদিষ্ট সময়ের মধ্যেই...!
ভালোবাসা, মায়া এবং আবেগের সময় পরিধি;
এই পৃথিবী গণ্ডি'তেই সীমাবদ্ধ।
পৃথিবীতে... জীবনের বিন্দু মুহূর্ত টুকু,
আমরা শ্রেষ্ঠ চাহিদা'র সিংহাসনে বসাতে চাই।
স্বপ্ন'কে ভাসায় আ-মৃত্যু বাতাসের ভেলা'তে ;
এখনও ভাবি'না জীবন ঘড়ি সময়ের কাছেই বিকল।
তবু'ও আমরা হাঁটতে থাকি আকাশের গাঁয়ে।
নিদিষ্ট দিনে থেমে যাবে হওয়ার মেশিন,
নিথর হবে শরীর, বলবে না আর কিছুই ;
খাটের কার্নিস থেকে কাঁধ'যানে উঠবে দেহ !
সেদিন সত্তা'কে নিয়ে চলবে রকমারি মন্তব্য, আবেগ এবং দোয়া।
কাঁধ গাড়িটা অংশ নিবে ময়দান সমাবেশে,
শেষ বিদায়ের কিছুক্ষণে দেখবে সবাই অশ্রু স্রোতে।
নিথর দেহের আত্ননার্থ শুনবে শুধুই কবরস্থান,
আদর করে রাখবে সবাই আসবে না ঘুম অন্ধ চোখে;
আপন মানুষ ফিরবে ঘরে,
আমায় রাখবে মাটির ঘরে।
সেদিন আমার সম্পদ হবে গত'জীবনের নেক অর্জন;
আপিল ঘরে শুনানি হবে, আসামী হব আমি;
কেউ হবেনা আমার সাক্ষী সবাই সুবিধাবাদী।
কারাগারের বন্দী জীবন অনন্তকালের ঘর;
মাটি'ই আমার তৈরী শরীর মাটির ঘর'ই আপন-পর।
মি'জানের হিসাব আসবে আগামী,
সু'দিন হাঁসবে পাপের পর পূর্ণি;
ঐ দিন হবে কি সত্তার মুক্তি ?
আমি জানি'না যানে আমার নেকী।
[ সারথী ❤️ লেখা-১১.০৮.২০২৪ ]