বহুরুপী রুপ তোমার
ওগো প্রিয় নারী।
আসল রুপের আলপনা এ্যেঁকে
তুমি.., করছো খবর দারী।
আসল নকল মিলিয়ে তুমি
হয়েছো বহুরূপী।
বহুরূপীর মুখোশ পরে
সুযোগ পেলে ফেলছো গিলে,
করছো নাতো কোন দীধা;
ভালো-বাসা কে'ও।
ওগো প্রিয় নারী,
তোমাদের কারনে অনেক জীবনে,
সুখেরা বিদায় বিলিন হয়ে;
মৃত্যু প্রানের সংকল্প করে।
জীবন হরন ডাইনি'ও তুমি;
সৃষ্টির আবেগী তাহমহল'ও তুমি;
তুমি'ই বহুরূপী নারী।
ভালোবাসার তানপুরাকে
ফেলেছো ছুঁড়ে ডাস্টবিনেতে।
বহুরুপী নারী হয়েও
তুমি করছো দখলদারী।
মিরজাফরের মত তুমি
করছো সৈরাচারী;
তোমার কাজের হয়না বিচার
ওগো বহুরূপী নারী।
সবার সাথে তাল মিলিয়ে
গোপন প্রেমে মিলছো তলে;
ভালোবাসার রুপরেখাতে,
বহুরূপের শিল্পী তুমি ।
তোম'রাই পারো করতে সব'ই
ওগো বহুরূপী প্রিয় এক নারী।
[ সারথী, ❤️ লেখা: ৩০.০৯.১৯৯৯ ]