অবিরাম ধারায় ঝরছে বৃষ্টি,
বহিছে মৃদু কম্পন হাওয়া।
আকাশে মেঘের বুক ফাঁটা আত্ন চিৎকার;
মাঝে মধ্যে বজ্রপাতের আনাগোনা,
কখনো ঘূর্নিঝড় সাইক্লোনের আভাস,
কখনো বা ভূমিকম্পের শিহরন।
চরাচির্ন এই জরা ভূমিতে অবিরাম ধারায়,
আকাশ ফেঁটে পড়ছে ক'ফোঁটা জল।
জলের ফোঁটার আঘাত সকলে সইছে নিরবে,
বর্ষার মাঝেও বৃক্ষরাজীদের নেই নিরাপত্তা;
বিচ্ছিন্ন ঝড়-তোফানের তান্ডবে,
হয়তা বা তাদের কোন এক অঙ্গকে করছে পঙ্গু।
কেন্দ্রীভূত সুবিস্তীর্ণ দৃশ্যপথ মেঘখণ্ডে পরিণত
অন্তহীন বর্ষা নৃত্য মাঝে শোনা যায়,
পশু-পাখীদের জীবন সংগ্রামের আত্মনাত;
ভাবিয়ে তোলে তাদের বেঁচে থাকার পরিনতি।
বর্ষার আবেশে নদ-নদীর মোহনায়,
বহিছে আনন্দের হিতকান্না।
কখনো তুলছে সাগরের মাঝে উত্তাল ঢেউ,
আবার বর্ষায় সজিব হয়ে উঠছে বৃক্ষদেবী
বর্ষন্ন জলরাশিতে ভেজা ফুলের মৃদুমন্দ সুবাস,
পৃথিবী পৃষ্ঠতে কানামাছি খেলে।
মৌসুমে বর্ষা আসে বর্ষা ফিরে যায়,
পরিবর্তন আসে নতুন আর নতুনত্ব।
[ সারথী, ❤️ লেখা-২৫.০৮.১৯৯৯ ]