আমাদের দয়াময় রব
মানব সৃষ্টির পুর্বে এই পৃথিবীতে
যখন শিশু অবস্থায় আমাদের পাঠাবার বাসনা ঠিক করলেন।
তখন মহান আল্লাহ আমাদেরকে অভয় দিয়ে বলেন;
বান্দা ভয় পাচ্ছো কিসে?
সে থেকে আজ-অবদি..
আমাদের সৃষ্টির শুরু থেকে সকল নিরাপত্তা আর সার্বিক তত্ত্বাবধানের জন্য নিজেকে নিয়োজিত রাখেন যে জননী;
সে হলে... তুমি "মা "।

মহান রবের তথ্য'বানী....
সে তোমাকে সার্বক্ষণিক দেখাশোনা করবে,
তোমায় কখনও কোথাও চিন্তিত হওয়ার কারন নেই;
একজন মা জানেন সম্তানকে কতটা খেয়াল করতে হয়?
আর সন্তানের এ দায়িত্ব যে জননী সাদরে গ্রহণ করে;
সে হলে... একমাত্র তুমি'ই... "মা "।

"মা" তার পুরো যৌবনটাই আমাদের মত সন্তানের জন্য বিলিয়ে দেয়।
যদি হিসাব করে বলি-
একজন মা আমাদেরকে তার গর্ভে ধারন করে দশ'মাস,
আমাদেরকে সার্বক্ষণিক দেখাশোনা করে ছত্রিশ মাস।
এরপর তার ধাপ অতিক্রম করে বেড়ে উঠা..
এবং জননী'র শেষ মুহূর্তের মাঝেও সন্তানকে খেয়াল রাখা।
একজন "মা" সন্তানের জন্যই জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত গুলো ত্যাগ করেন।
হয়তো এই বছরগুলো ছিলো তার যৌবন কাল।
কিন্তু মা তার যৌবন শেষ করে....  
জীবনের শেষ অব্দি সন্তানের জন্য।
তিনি'তো.. একমাত্র তুমি'ই.. "মা "।

আর....যখন,
সন্তান তার যৌবনে পৌঁছায়
এবং
সন্তান তার চাহিদা মত সব পেয়ে যায়,
তখন..
আমি বা আমরা মাকে অবহেলা করি।
দোষ খুঁজতে থাকি মায়ের।
কিন্তু আমার আল্লাহ বলেন,
বান্দা তোমার মা-বাবা যেনো আল্লাহ ও রাসুলের নিকট তোমাদের সম্পর্কে কিছু না বলে;
তবে তাদের সামনে "উহ্" শব্দটিও করিও না।
হায় আফসোস আজ আমরা শুধু মায়ের দোষ খুজতে ব্যাস্ত থাকি।
কিন্তু একজন সন্তান কি জানে সে যখন মায়ের দুধ পান করেছে?
সে কি পরিমান প্রোটিন, মিনারেল,ক্যালসিয়াম মায়ের শরীর থেকে গ্রহন করেছে?
জানে না।
তাবে সে জানে এজন্য মায়ের শরীরে বিভিন্ন রোগের বসত আজ।
কিন্তু মা কি তার সন্তানকে ফেলে দিয়েছে?
দেয়নি।
আমরা বুঝে না বুঝে যার ভুল খুঁজি যাকে ভূল বুঝি।
সে হলে... একমাত্র তুমি'ই... "মা "।

হ্যা, আমাদের কাছে মায়ের ভুল তো আছে'ই,
মা সন্তানকে দশ'মাস গর্ভে ধারন করেছে প্রসব যন্ত্রনা সহিছে এটা প্রথম ভুল।
গভীর রাতে মা প্রসাবের জায়গায় শুয়ে আমাদেরকে বুকে নিয়ে ঘুমিয়েছে এটা দ্বিতীয় ভুল।
আরো কতশত ভুল আছে মায়ের জীবনে।
এ ভুলগুলো মায়ের ছিলো বলেই আজ আমি  টাগরা যুবক সন্তান।
এখনও আমি মায়ের ভুলগুলো খুঁজি।
"মা, ভালোবাসি মা "
আমি তোমার দোষ খোঁজা সন্তান।


[সারথী ❤️ লেখা-১১.০৫.২০২৪]